নিজস্ব প্রতিবেদন : একটা মাছের দুটি মুখ। এমনটা শুনেছেন বা দেখেছেন কখনও? এমনই অদ্ভুত দু'মুখো মাছ উঠল নিউ ইয়র্কের এক দম্পতির ছিপে। দু'মুখো মাছের সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বহুদিন ধরেই মাছ ধরার অভ্যাস নিউ ইয়র্কের ডেবি গেডেস ও তাঁর স্বামীর। ছুটির দিনে প্রায়শই কাছাকাছি লেকে মাছ ধরতে যান তাঁরা। শুক্রবার সকালে অভ্যাস মতো লেক চ্যাম্পলেনে ছিপ ফেলে মাছ ধরছিলেন তাঁরা। এমনই সময়ে ছিপে ওঠা একটি মাছ দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। মাছের মুখের হুক ছাড়াতে গিয়ে দেখা যায়, মাছটির তলার চোয়ালের নিচ থেকে রয়েছে আরও একটি চোয়াল। উপরের পাশাপাশি নিচের চোয়ালও হাঁ করে খুলছে বন্ধ করছে মাছটি। 


আরও পড়ুন : দাউ দাউ করে জ্বলছে 'পৃথিবীর ফুসফুস', ভয়াবহ ক্ষতির আশঙ্কায় বিজ্ঞানীরা


এমন অদ্ভুত মাছ ধরে বেশ হকচকিয়ে যান ওই দম্পতি। সম্বিত ফিরতেই মাছটিকে ক্যামেরা বন্দি করেন তাঁরা। তবে এমন বিরল মাছ মারতে চাননি তাঁরা। ছবি তুলে লেকের জলেই ফের ছেড়ে দেন মাছটিকে।


মার্কিন সংবাদসংস্থা এনবিসি নিউজকে ডেবি জানান, প্রথমে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। ভাল করে মাছটি ধরে দেখলাম দু-দুটি মুখ মাছটির। মাছটিকে ফের জলে ছেড়ে দিতে পেরেও খুশি ডেবি, "মাছটি যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেই জন্য সঙ্গে সঙ্গে জলে ছেড়ে দি আমরা।"