Ukraine Crisis: বিশ্ব ফুঁসছে, এদিকে রাশিয়ান সৈন্যের ঢালাও প্রশংসা পুতিনের মুখে
রাশিয়ার বিশেষ বাহিনীর সেনাদের `বীরত্বে`র প্রশংসা রুশ প্রেসিডেন্টের।
নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনের রাশিয়ার অনুপ্রবেশ নিয়ে গোটা বিশ্বই বিরক্ত। এদিকে এই প্রেক্ষিতে রুশ সেনাদের কপালে জুটল তাদের দেশের প্রধানের প্রশংসা।
ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার বিশেষ বাহিনীর সেনাদের 'বীরত্বে'র প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের মাটিতে তাঁর সেনাদের লড়াইকে অভিনন্দিত করেন তিনি।
জানা গিয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনা। ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াইয়ের খবরও পাওয়া যাচ্ছে।
এরই প্রেক্ষিতে পুতিন বলেন, তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, যাঁরা এখন দনবাসের প্রজাতন্ত্র দু'টির জনগণকে সহায়তা দেওয়ার জন্য বিশেষ এক অভিযানের সময়ে বীরত্বের সঙ্গে তাঁদের সামরিক দায়িত্ব পালন করছেন। দনবাস হল ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দু'টি স্বঘোষিত প্রজাতন্ত্র নিয়ে গঠিত অঞ্চল।
এদিকে জানা গিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নাকি বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া।
পেসকভ আরও বলেন, আলোচনা করার জন্য ইতিমধ্যে মস্কো থেকে একটি প্রতিনিধিদল বেলারুশের গোমেল শহরে পৌঁছেছে।
আরও পড়ুন: Bangladesh: তিন দিনের জন্য ভারত-বাংলাদেশ পরস্পরের যেন আরও কাছাকাছি!