মার্কিন সেনা ছাউনিতে অসম রেজিমেন্টের কুচকাওয়াজের গান! নাচে-গানে সামিল দু’দেশের সেনা
‘বদলুরাম কী বদন জমিনকে নিচে হ্যায়...’ গানে গলা মেলালেন মার্কিন সেনারাও! নাচে-গানে সামিল হলেন দু’দেশের সেনা। দেখুন ভিডিয়ো...
নিজস্ব প্রতিবেদন: এই গান অসম রেজিমেন্টের এগিয়ে চলার প্রেরণা যোগায়। এই গানের সঙ্গে তালে তাল মিলিয়ে কুচকাওয়াজ করেন অসম রেজিমেন্টের সেনা জওয়ানরা। ‘বদলুরাম কী বদন জমিনকে নিচে হ্যায়...’ এই গানের সঙ্গে এ বার গলা মেলালো অসম রেজিমেন্টের সেনা জওয়ানদের সঙ্গে যৌথ অনুশীলনে সামিল হওয়া মার্কিন সেনারাও। শুধু গলা মেলানোই নয়, তালে তাল মিলিয়ে হাততালি দিয়ে নাচেও সামিল হল তাঁরা। যার ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: ভিডিয়ো: কাশ্মীরে সীমান্তে গোলাগুলি পাকিস্তানের, শিশুদের উদ্ধার করল ভারতীয় সেনা
২ মিনিট ৬ সেকেন্ডের এই ভিডিয়োয় ‘বদলুরাম কী বদন জমিনকে নিচে হ্যায়...’ গানে একসঙ্গে দু’দেশের সেনাবাহিনীকে পায়ে পা মিলিয়ে হাততালি দিয়ে নাচতে দেখা গেল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দু’দেশের সেনাবাহিনীর এই যৌথ অনুশীলনের নাম ‘যুদ্ধাভ্যাস’ (Yudhabhyas)। মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসে যৌথ সেনা ঘাঁটি ম্যাককর্ডে অসম রেজিমেন্টের কুচকাওয়াজের গানে গলা মেলালেন মার্কিন সেনারা। মার্কিন মুলুকের সেনা ছাউনিতে ‘বদলুরাম কী বদন’ গানে দু’দেশের সেনাবাহিনীর স্বতঃস্ফূর্ত যোগদান মুগ্ধ করেছে হাজার হাজার মানুষকে। সংবাদ সংস্থা এএনআই ভিডিয়োটি শেয়ার করেছে। আসুন দেখে নেওয়া যাক...