ওয়েব ডেস্ক : জোরদার টাইফুন আর তার জেরেই গতিপথ উল্টে গিল জলপ্রপাতের। অবাক লাগছে শুনতে? কিন্তু, চিনের তাইওয়ানে এমনই একটি ঘটনার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য। আর ওই ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বিমানে তো উড়ছেন, আপনার ব্যাগপত্র নিরাপদ তো?


সম্প্রতি সাইক্লোনের জেরে ক্ষতিগ্রস্থ হয় তাইওয়ানের গুয়াংদং প্রদেশ। জোরদার ওই টাইফুনের জেরে আচমকাই গুয়াংদং প্রদেশের ওই জলপ্রপাতের গতিপথ উল্টে যায়।  আর তার জেরেই ছড়ায় জোর জল্পনা। যদিও, কেন বা কী কারণে ওই জলপ্রতাতের গতিপথ উল্টে যায়, সে বিষয়ে স্পষ্ট কোনও ব্যাখ্যা কেউ দিতে পারেননি।


তাইতুং-এর এক ব্যক্তি ওই ভিডিওটি পোস্ট করেন। তারপর থেকেই সোশ্যাল সাইটে পোস্ট হওয়ার পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা।


এদিকে জানা যাচ্ছে, সাইক্লোন এবং একটানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই ৩,৬৮,০০০ মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। তবে প্রতি ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে যেভাবে ঝড়ো হওয়া বইছে, তাতে স্থানীয়দের সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই।