জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ির সামনেই সমুদ্র। বিলাসিতা ও উপভোগের চূড়ান্ত এ বাড়ি। যে কোনও শহরের রিয়েল এস্টেটের ইতিহাসে সব চেয়ে দামি এই বাড়ি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কত দাম? 


দাম তার-- ৬২ মিলিয়ন ডলার। ১.৫ একর জুড়ে এই বিশাল বাড়িটি। অবস্থিত নেপলসে। সামনে তার গাল্ফ অফ মেক্সিকো। ২০১৪ সালে প্রপার্টিটির খোঁজ পাওয়া গিয়েছিল। খোঁজ পেয়েছিল প্রিমিয়ার সথবাইস ইন্টারন্যাশনাল রিয়েলিটিস বোর্ড অ্যাভিনিউ। এতদিনে এটি রেডি। প্রিমিয়ার সথবাইস ইন্টারন্যাশনাল রিয়েলিটিস বোর্ড অ্যাভিনিউ'র তরফে পল আরপিন এই বাড়িটি নিয়ে অনেকদিন থেকে লেগে আছে।


বিরল এই বিচহাউসটিতে রয়েছে ছ'টি বেডরুম। ১৬,০০০ স্কোয়ার ফিটের এই বিলাসবহুল জীবনযাপনের রোমাঞ্চকর হাতছানির জন্য ট্যাঁকের কড়ি ফেলতে হবে ঢের, তবে সেই বাড়ির মালিকের পক্ষে সেটা মেজাজ ও মর্জির চূড়ান্ত একটা ব্যাপার হতে চলেছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: China: ফের লকডাউন, সংক্রমণ বাড়ায় ঘরবন্দি কয়েক লক্ষ!