নিজস্ব প্রতিবেদন: "যদি আমরা মারা যাই, ইতিহাস আমাদের সম্পর্কে লিখবে, যারা তাদের দেশের জন্য শেষ পর্যন্ত লড়েছিল"। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথাই বলেছিলেন National Resistance Front-এর মুখপাত্র ফাহিম দাস্তি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার Panjshir অঞ্চলে গুলির লড়াইয়ে নিহত হন দাস্তি। তালিবান সরকারে যোগদানের আহ্বানকে প্রত্যাখ্যান করেন, যুদ্ধবিদ্ধস্ত আফগান মানুষের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষে শেষদিন পর্যন্ত অবিচল থাকা এই নেতা। 


আরও পড়ুন: Panjshir bombed: পঞ্জশিরে ড্রোন দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে পাকিস্তান, রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ফাঁস 


তালিবান দখলে চলে যাওয়ার পর Panjshir অঞ্চল থেকে খবরের অন্যতম মাধ্যম ছিল দাস্তির টুইট। তার মৃত্যুর পরবর্তী সময়ে National Resistance Front-এর নেতা আহমেদ মাসুদ তাদের ফেসবুকে জানিয়েছেন তাঁরা তালিবানদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত। আফগানিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতারা এই আলোচনার প্রস্তাব দিয়েছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)