নিজস্ব প্রতিবেদন: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে হবে শুনানি। সম্মতি দিল দুই হাউস। মঙ্গলবার শুরু হতে চলেছে এই শুনানি। আগামী সপ্তাহের মধ্যেই প্রক্রিয়াটি শেষ হবে বলে মনে করা হচ্ছে। মার্কিন সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চার্লস শুমার বলেছেন, ‘‘ খুবই স্বচ্ছভাবে প্রক্রিয়াটি করার জন্য দুই হাউসের ম্যানেজার, ট্রাম্পের আইনজীবী, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, দুই পক্ষের নেতাদের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ধেয়ে আসছে বিশাল আকারের গ্রহাণু! 22 February সাবধান পৃথিবী
মঙ্গলবার সেনেটে ভোট হবে। তারপর হবে বিতর্কসভা। যদি সংখ্যাগরিষ্ঠ ভোট ট্রাম্পের বিরুদ্ধে যায়, তাহলে তাঁর ইমপিচমেন্টে আর কোনও বাধা থাকবে না। সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যকনেল বলেন, “সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই দুই হাউস সম্মতি দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়াটি শেষ করার চেষ্টা করা হবে।”


আরও পড়ুন : রক্তের বন্যা যেন! গোটা গ্রাম ভাসছে লাল জলে, Viral Video ঘিরে রহস্য
চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগে হাউস অব রিপ্রেসেন্টেটিভস ট্রাম্পকে ইমপিচ করে। এরপর সেই প্রস্তাব যায় সেনেটে। বিষয়টি নিয়ে দুই কক্ষে জোর টানাপড়েন চলছিল। তাই ট্রাম্পের ইমপিচমেন্টের প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছিল বলে প্রশাসন সূত্রে খবর।আপাতত দুই কক্ষের সম্মতি পাওয়ার ফলে মঙ্গলবার থেকে সেনেটে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হচ্ছে।