আপনার কাজকে অনুসরণ করা উচিত অন্য দেশগুলির, Modi-র প্রশংসায় WHO প্রধান
বিশ্বের একাধিক দেশে ভ্যাকসিন পাঠিয়েছে ভারত।
নিজস্ব প্রতিবেদন: কোভিড মোকাবিলায় নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূমিকার প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকা সাম্যকে সমর্থন করার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন হু-র (World Health Organisation) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus)।
টুইটারে হু-র (WHO) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) লিখেছেন,'কোভ্যাক্সের প্রতি আপনি দায়বদ্ধতা ও টিকা সাম্যকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী (Narendra Modi)। আপনার পাঠানো ভ্যাকসিন সহযোগিতা করছে ৬০টি দেশকে। সে দেশগুলি তাদের স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের টিকাকরণ শুরু করেছে। আশা করি অন্য দেশগুলিও আপনার কাজকে অনুসরণ করবে।'
দিন কয়েক আগে ভ্যাকসিনের উৎপাদন বৃদ্ধি ও বণ্টনের জন্য বিভিন্ন দেশের কাছে আবেদন করেছিলেন টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি বলেছিলেন,'ভ্যাকসিন বণ্টন না করলে ঘুরে ফিরে আগের জায়গাতেই পৌঁছবে বিশ্ব।' বলে রাখি, বাংলাদেশ, ভুটান, মলদ্বীপ, মায়ানমার, নেপাল-সহ একাধিক দেশে পৌঁছে গিয়েছে ভারতীয় ভ্যাকসিন (Covid Vaccine)।
আরও পড়ুন- Covid পরিস্থিতিতে রদবদল হল ভোটের কিছু নিয়মকানুনে, জেনে নিন