ওয়েব ডেস্ক: ছেলেবেলায় একটা কাজ আমরা সবাই করেছি। ব্রিজ দিয়ে গাড়ি গেলেই জলে কয়েন ছুঁড়ে ফেলা। কিংবা যে কোনও জলাশয় দেখলেই সেখানে কয়েন ফেলা আমাদের একটা অভ্যাস। এটাকে অনেকেই ধর্মীয় ব্যাপার বলে মানেন। তবে এই জলে কয়েন ফেলার পিছনের বৈজ্ঞানিক কারণটা কি জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগে জলে কয়েন বা মুদ্রা ফেলাটাকে ধর্মীয় কারণ বলে মনে করা হত। কারণ, নদী, পুকুর, সমুদ্রকে প্রাচীনকালে জলের উত্‌স হিসেবে ধরা হত। আর সেই জলই পাণীয় হিসেবে খাওয়া হত। তবে ধর্মীয় কারণ ছাড়াও জলে কয়েন ফেলার একটা বৈজ্ঞানিক কারণও রয়েছে। প্রাচীনকালে মুদ্রা কপারের তৈরি হত। এটা প্রমানিত যে, জলে কপারের মুদ্রা ফেললে সেই মুদ্রা জলের সমস্ত খারাপ জিনিসগুলো টেনে নেয়। এর ফলে জল পরিশুদ্ধ হয়ে যায়।