ওয়েব ডেস্ক: একটা, দুটো নয়, একেবারে ৩৬০ প্যাকেট। বিদেশ সফরে গিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি নাকি কিনেছেন ভায়াগ্রা পিলের প্যাকেট। গত মে মাসে কেনিয়ায় গিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার মহিলা রাষ্ট্রপতি পার্ক গিউন হাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'মেয়ে' সেজে ফেসবুকে ছেলেকে যৌন ফাঁদে ফেলল বাবা


সেখানে উচ্চপর্যায়ের বৈঠক সারার পর পার্ক নাকি ভায়াগ্রা পিল কেনেন। বিরোধীপক্ষ এমনকী পার্ক গিউনের নিজের দল সেনুরি পার্টির অনেকে এর বিরোধিতায় নেমেছেন। সরকারি ক্ষমতাকে ব্যবহার করে অবৈধ কাজকর্ম করছেন পার্কের প্রেমিক চোই সুন-সিল, এমনও অভিযোগ অনেকের।  


রাষ্ট্রপতির দফতর এই অভিযোগ অস্বীকার করলেও পরে খবরের আংশিক সত্যতা আছে বলে মেনে নেয়। জানায়,রাষ্ট্রপতির অফিস থেকে আরও অনেক ধরনের ইঞ্জেকশন ড্রাগস কেনা হয়েছে যা ক্লান্তি দূর করে ও বয়স ধরে রাখতে সাহায্য করে। রাষ্ট্রপতির অধঃস্তন সমস্ত কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের জন্য এই ওষুধ কেনা হয়েছে।