নিজস্ব প্রতিনিধি : গর্জে উঠেছে গোটা দেশ। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানার ঘটনার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান উঠেছে দেশের প্রতিটি অংশ থেকে। সেই প্রতিবাদে এবার সুর মেলাল Zee News-এর সহযোগী চ্যানেল WION. ২০ ফেব্রুয়ারি দুবাইতে গ্লোবাল সামিট : সাউথ এশিয়া এডিসন আয়োজন করছে WION. সেখানে কোনও পাকিস্তানি নেতা-মন্ত্রীকে দেখা যাবে না। এর আগে পাকিস্তানের নেতা-মন্ত্রীদের গ্লোবাল সামিট-এ উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল WION. কিন্তু এবার সেই আমন্ত্রণপত্র ফিরিয়ে নেওয়া হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  জঙ্গিদের আশ্রয়দান বন্ধ না করলে ফল ভুগতে হবে পাকিস্তানকে, হুঁশিয়ারি ইরানের


WION-এর পাঠানো আমন্ত্রণপত্রে পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ ও মন্ত্রী ফাওয়াদ আহমেদ চৌধরিরও নাম ছিল। চ্যানেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ''এমন নৃশংস জঙ্গিহানার প্রতিবাদ জানাচ্ছি আমরা। এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে তাদের দেশের সমৃদ্ধি বৃদ্ধি নিয়ে কোনও আলোচনা আমরা করতে চাই না। পুলওয়ামা হামলার পর পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ আহমেদের বক্তব্য নিঃসন্দেহে নিন্দনীয়। পাকিস্তানের প্রাক্তন বিদেশ সচিব সলমান বশির, প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফরা কোনওভাবেই আর গ্লোবাল সামিট-এর অংশ নন।'' 


আরও পড়ুন-  পাশে আছি, পুলওয়ামা হামলার পর ভারতকে বার্তা বাংলাদেশের


WION-এর তরফে আরও জানানো হয়েছে, শুধুমাত্র পাকিস্তানের নেতা-মন্ত্রীদের এই সামিট থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া বাকি সূচির পুরোটাই পূ্র্বনির্ধারিত মতেই হবে। WION-এর তরফে জানানো হয়েছে, ''আন্তর্জাতিক পর্যায়ে আমরা সব সময় ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। ফলে ভারতের ক্ষতি করা কোনও দেশ বা সমষ্টির বিরুদ্ধে দাঁড়াব আমরা। পুলওয়ামায় শহিদ জওয়ান ও তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।''