জঙ্গিদের আশ্রয়দান বন্ধ না করলে ফল ভুগতে হবে পাকিস্তানকে, হুঁশিয়ারি ইরানের
জঙ্গিদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান, অভিযোগ ইরানের।
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামায় আত্মঘাতী সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে কাঠগড়ায় তুলে বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরানও রীতিমতো হুমকি দিয়েছে ইসলামাবাদকে। বুধবার ইরানের রিভোল্যুশনরি গার্ডসের উপরে জঙ্গি হামলায় শহিদ হন ২৭ জন জওয়ান। তারপরই পাকিস্তানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে তারা।
রিভোল্যুশনরি গার্ডসের কমান্ডার মেজর জেনারেল মহম্মদ আলি জাফরের কথায়, জিহাদিরা ইসলামের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছে। এটা জানা সত্ত্বেও তাদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান। কোনও সন্দেহ নেই, ভারী মূল্য চোকাতে হবে তাদের।
মহম্মদ আলি জাফরের হুঁশিয়ারি, পাকিস্তান যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ফল ভুগতে হবে পাকিস্তানকে।
ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে সে দেশের নিরাপত্তা বাহিনীর উপরে হামলা চালাচ্ছে জঙ্গি সংগঠন জইশ-অল-আদল। ইরানের সংখ্যালঘু সুন্নিদের জঙ্গি সংগঠন এটি। এর পিছনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও পাকিস্তানের হাত রয়েছে বলে মনে করছে ইরান। তবে তিনটি দেশই অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন- পাক পণ্যে শুল্ক বাড়ল ২০০ শতাংশ, পুলওয়ামা হামলার পর সিদ্ধান্ত নয়াদিল্লির
ইরানের শিয়া মুসলিম সংগঠনের দাবি, পাক ভূখণ্ডে নিরাপদ আশ্রয় রয়েছে জইশ-অল-আদলের জঙ্গিরা।