বিয়ে `বাঁচাতে` টাকার বিনিময়ে পরপুরুষের শয্যাসঙ্গী হচ্ছেন স্ত্রী-রা!
রাগের বশে, ঝোঁকের মাথায় একটা `ভুল` করে ফেলেছে স্বামী। সেই `ভুল` শুধরে নেওয়ার উপায় এখন একটাই। স্ত্রীকে পরপুরুষের শয্যাসঙ্গী হতে হবে। তবেই স্ত্রী `ফিরে` আসতে পারবে আবার পুরনো সংসারে। এমন অবস্থায় পশ্চিমের দেশে সেইসব মুসলিম স্ত্রী-দের সাহায্যে এগিয়ে আসছে বহু অনলাইন সংস্থা। কয়েক হাজার টাকার বদলে দেওয়া হচ্ছে সেই `সার্ভিস`।
ওয়েব ডেস্ক : রাগের বশে, ঝোঁকের মাথায় একটা 'ভুল' করে ফেলেছে স্বামী। সেই 'ভুল' শুধরে নেওয়ার উপায় এখন একটাই। স্ত্রীকে পরপুরুষের শয্যাসঙ্গী হতে হবে। তবেই স্ত্রী 'ফিরে' আসতে পারবে আবার পুরনো সংসারে। এমন অবস্থায় পশ্চিমের দেশে সেইসব মুসলিম স্ত্রী-দের সাহায্যে এগিয়ে আসছে বহু অনলাইন সংস্থা। কয়েক হাজার টাকার বদলে দেওয়া হচ্ছে সেই 'সার্ভিস'।
বহু মুসলিম দেশে 'তিন তালাক' আইনত নিষিদ্ধ হলেও, এখনও বহু জায়গায় এই রীতি রয়েছে। "তালাক, তালাক, তালাক"। রীতি অনুযায়ী কোনও মুসলিম স্বামী যদি তাঁর স্ত্রীর উদ্দেশে তিন বার "তালাক" শব্দটি উচ্চারণ করেন, তাহলেই সেই বিয়েটি 'শেষ' হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়। এখন হাইটেক দুনিয়ায় 'তালাক' হচ্ছে SMS, হোয়াটসঅ্যাপ, এমনকী পেপারে বিজ্ঞাপন দিয়েও। এই পরিস্থিতিতেই 'তালাকপ্রাপ্ত' মহিলাদের একাংশ ঝুঁকেছেন 'হালালা'র প্রতি।
তাঁদের বক্তব্য, অনেকসময়ই রাগের মাথায় ঝোঁকের বশে স্বামীরা 'তালাক' দিয়ে ফেলেছেন। কিন্তু, এখনও তাঁরা পরস্পরকে ভালোবাসেন। তাই স্বামীর কাছে ফিরে যাওয়ার একমাত্র উপায় 'হালালা সার্ভিস'কে বেছে নিচ্ছেন তাঁরা। টাকার বিনিময়ে অপরিচিত কোনও পুরুষকে 'নিকাহ' করে, তাঁকে ডিভোর্স দিয়ে পুরনো সংসারে ফিরে যাওয়া। তবে এক্ষেত্রে মহিলাদের ব্ল্যাকমেইল থেকে নির্যাতিতা হওয়ার মত ঘটনাও ঘটছে।
আরও পড়ুন, ২০১৬-১৭ অর্থবর্ষে দেশের এই মন্দিরে ভক্তদের দান থেকে আয় ১,০৩৮ কোটি!