জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিঃসঙ্গতা কাটাতে একটু কথা বলতে চাইছিলেন তিনি। কিন্তু সেটা করতে গিয়ে গ্রেফতার হতে হল এক মহিলাকে। কেন ঘটল এরকম? নিঃসঙ্গতা কাটাতে আসলে জরুরি হটলাইন নম্বরে ফোন করে দিয়েছিলেন তিনি। এই অপরাধে তাঁকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Russia: ভগীরথের ডাকে গঙ্গার মতো সত্যিই স্বর্গ থেকে নেমে আসছে আস্ত নদী?


ঘটনাটি ঘটেছে জাপানে। ওই মহিলার নাম হিরোকো হাতাগামি। জাপানের চিবা প্রদেশের মাতসুদো শহরের বাসিন্দা। বছরপঞ্চাশ বয়স তাঁর। জানা যায়, নিঃসঙ্গতা কাটাতে মোট ২৭৬১ বার পুলিসের ইমার্জেন্সি নম্বরে ফোন করেছিলেন তিনি। তবে এক টানা নয়। এই ফোনগুলি তিনি করেছিলেন গত প্রায় ৩ বছর ধরে! 


জানা গিয়েছে, ২০২০ সালের ১৫ অগস্ট থেকে ২০২৩ সালের ২৫ মে, এই দুবছর ন মাসের মধ্যে হাতাগামি কলগুলি করেন। এই নম্বরে সাধারণত অ্যাম্বুল্যান্স পরিষেবা পেতে ফোন করেন নাগরিকেরা। এদিকে হাতাগামির ফোনকল পেয়ে পুলিস তাঁর বাড়িতে পৌঁছলেই তিনি সেই পরিষেবা প্রত্যাখ্যান করতেন। শেষমেশ অপরাধ স্বীকার করেন হাতাগামি। তাঁকে গ্রেফতারও করা হয়।


আরও পড়ুন: Pakistan: পাকিস্তানে ধ্বংস করা হল হিন্দুমন্দির, কোনওটা বুলডোজারে, কোনওটা রকেট হামলায়...


পুলিসের হাতে গ্রেফতার হওয়ার পরে অবশ্য খুব একটা হতাশ দেখায়নি হাতাগামিকে। তদন্তকারীদের তিনি জানিয়েছেন, আমি একাকী ছিলাম, নিঃসঙ্গ লাগছিল। চেয়েছিলাম কেউ আমার কথা শুনুক, আমার প্রতি মনোযোগ দিক! পুলিস তাঁর সংকটটা বুঝলেও তাঁকে অপরাধী সাব্যস্ত না করে পারেনি। কেননা পুলিসের যুক্তি, ফায়ার ডিপার্টমেন্টের ইমার্জেন্সি নম্বরে ২৭৬১ বার ভুয়ো কল করে গুরুত্বপূর্ণ এই নম্বরটিকে প্রকারান্তরে ব্যস্ত রেখে দিয়েছিলেন তিনি। হাতাগামি জানিয়েছেন, পুলিসকে তিনি সত্যিই প্রায় ৩,০০০ বার ফোন করেছিলেন!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)