ওয়েব ডেস্ক : প্রথম ধাক্কায় শুনে ভেবেছিলেন, কাউকে খুন করা হচ্ছে বুঝি! কিন্তু ভুল ভাঙে পরক্ষণেই। এ তো শিত্কারের শব্দ! তাঁর প্রতিবেশীর শিত্কারের শব্দ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্টেসি রিটজেন। বছর ৩৮-এর মহিলা। ল্যাপটপে কাজে মগ্ন ছিলেন। আচমকাই তাঁর কানে আসে তীব্র চিত্কার। প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও পরক্ষণেই গোটা বিষয়টা তাঁর কাছে পরিষ্কার হয়। কিন্তু, অন্যদের মতো টিভি সেটের আওয়াজ না বাড়িয়ে স্টেসি বরং প্রতিবেশীর শিত্কারের শব্দ বেশ তারিয়ে তারিয়েই উপভোগ করেন। এখানেই শেষ নয়...


নিজের মোবাইলে সেই আওয়াজ রেকর্ডও করেন স্টেসি। একবার নয়। তিনবার। এরপর সেই শিত্কারের শব্দ টুইটারে আপলোড করেন তিনি। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।