ওয়েব ডেস্ক : কখনও কাজের চাপে, কখনও মোটা হয়ে যাওয়ার ভয়ে আমরা অনেক সময়ই ব্রেকফাস্ট করাটাকে বাদ দিয়ে দিই। কিন্তু তার ফল যে কতখানি মারাত্মক হতে পারে, তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল চিনের মিস চেনের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অসহ্য পেটে যন্ত্রণা। চিকিত্সকের কাছে যেতেই পরীক্ষার পর দেখা যায় গলস্টোন হয়েছে। একটি নয়, অনেকগুলি। সঙ্গে সঙ্গেই অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিত্সক। সাড়ে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে অপারেশনে পেট থেকে বেরিয়ে আসে ২০০টি পাথর। ডাক্তার জানিয়েছেন, এতগুলি পাথর একদিনে হয়নি। দীর্ঘদিন ধরে না খাওয়ার অভ্যাস ছিল চেনের। দিনের পর দিন না খেয়ে থাকার ফলেই পিত্তরস জমাট বেঁধে চেনের পিত্তথলি ও পিত্তনালীতে তৈরি হয় এতসংখ্যক পাথর। কোনও কোনও পাথর আকারে এতটাই বড় যে, প্রায় একটা ডিমের আকারে।


চেন জানিয়েছেন, প্রায় ৮ বছর ধরে কোনও ব্রেকফাস্ট করেননি তিনি। প্রায় ১০ বছর ধরেই পাকস্থলীতে ব্যথা হত তাঁর। কিন্তু অপারেশনের ভয়েই ডাক্তারের কাছে আসেননি তিনি। সবমিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।


আরও পড়ুন, সরবত বিলি করার 'অপরাধে' ৫ বছরের শিশুকে ১২,৫০০ টাকার ফাইন!