নিজস্ব প্রতিবেদন:  পরীক্ষামূলকভাবে আকাশে উড়ল বিশ্বের সর্ববৃহৎ উভচর বিমান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিনে তৈরি এই বিমানটির পোশাকি নাম কানলং। রবিবার বিমানটি দক্ষিণ চিনের ঝুহাই থেকে আকাশে ওড়ে। এক ঘণ্টা ওড়ার পর সেটি ফিরে আসে। মোট ৫০ জনকে বহন করতে পারে এই বিমান। উড়তে পারে ১২ ঘণ্টা।



উভচর এই বিমানের প্রধান ডিজাইনার হাং লিংকাই সংবাদ মাধ্যমে জানিয়েছেন, দুনিয়ার খুব কম দেশই এই ধরনের উভচর বিমান তৈরি করতে পারে। সেদিক থেকে দেখতে গেলে এটি চিনের একটি বড়সড় সাফল্য।


সেনাবাহিনীর পাশাপাশি বিমানটিকে কাজে লাগানো হবে আগুন নেভাতে ও সাদ্রিক কোনও দুর্ঘটন্যা উদ্ধার কা‌র্যে। বিমানটির আকার প্রায় বোয়িং ৭৩৭ বিমানের মতো। এটির ডানার দৈর্ঘ ১২৭ ফিট। বিমানটিতে রয়েছে ৪টি টার্বো ইঞ্জিন।      ছবি-ভিডিও সৌজন্যে- ট্যুইটার


আরও পড়ুন-'কোর ভোটব্যাঙ্ক' ধরে রেখে সিপিএমকে পুনরুজ্জীবনের অক্সিজেন দিল সবং?