বিশ্বের সবথেকে বড় এয়ারক্রাফট `ফ্লায়িং বাম`
আয়তনে একটা গোটা ফুটবল মাঠের সমান। উচ্চতা ছ`টা ডাবল ডেকার বাসের সমান। পেটের ভেতর ঢুকে যাবে প্রায় ১৫টা অলিম্পিকের সুইমিং পুল। দেখতে অনেকটা মানুষের পিছনের মতো। কিন্তু এই রাক্ষুসে আকৃতির জিনিসটা কী!
ওয়েব ডেস্ক: আয়তনে একটা গোটা ফুটবল মাঠের সমান। উচ্চতা ছ'টা ডাবল ডেকার বাসের সমান। পেটের ভেতর ঢুকে যাবে প্রায় ১৫টা অলিম্পিকের সুইমিং পুল। দেখতে অনেকটা মানুষের পিছনের মতো। কিন্তু এই রাক্ষুসে আকৃতির জিনিসটা কী!
বিশ্বের সবথেকে বড় এয়ারক্রাফট। মার্কিন আর্মির উদ্যোগে 'হাইব্রিড এয়ার ভেহিকলস' তৈরি করবে' বিশ্বের সবথেকে বড় এয়ারক্রাফট 'এয়ার ল্যান্ডার ১০'। ৩০০ ফুট লম্বা, ১১২ কিলোমিটার ব্যাসার্ধের এই এয়ারক্রাফট দেখতে অনেকটা মানুষের পিছনের মতো। তাই এর নাম রাখা হয়েছে 'ফ্লায়িং বাম'। বিশাল এই এয়ারক্রাফট ঘণ্টায় ৯২ মিটার গতিতে উড়বে। শুধু উড়বেই না, জল, বরফ, মরুভূমি সবজায়গায় অবাধে থাকতে পারবে। এয়ারল্যান্ডার ১০-এ একসঙ্গে নিয়ে যাওয়া যাবে ১০ টনেরও বেশি ওজন। অনেক বছর ধরে তৈরি হতে থাকা এই রাক্ষুসে বিমান এখন ওড়ার জন্য তৈরি। আগামি মাসে ইউ কে-র বেডফোর্ডশায়ার থেকে যাত্রা শুরু হবে 'ফ্লায়িং বাম'-র।