ওয়েব ডেস্ক: সম্প্রতি প্রকাশ হল 'ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম কমপিটিটিভনেস' রিপোর্ট। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের পর্যালোচনাই মূলত প্রকাশিত হয়েছে এই রিপোর্টে, যেখানে বিশ্বের ১৩৬টি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। 'কোন দেশ পর্যটকদের জন্য কতটা নিরাপদ', এই বিষয়ের ওপরই 'ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম কমপিটিটিভনেস' রিপোর্ট তৈরি হয়েছে এবং সামগ্রিক পর্যালোচনার ওপর দাঁড়িয়েই বিশ্বের ১৩৬টি দেশের একটি তালিকাও তৈরি করা হয়েছে এই রিপোর্টে। উল্লেখ্য এই রিপোর্ট কোনও 'তুচ্ছ' ঘটনাবলীর ওপর ভিত্তি করে তৈরি হয়নি। বরং হিংসা এবং সন্ত্রাসের পরিব্যাপ্তি ও প্রবণতার ওপর ভিত্তি করেই রিপোর্ট তৈরি করা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী যে দশটি দেশকে বিশ্বের সবথেকে 'বিপজ্জনক' দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে তার প্রথম পাঁচেই রয়েছে পাকিস্তান। এক নম্বরে রয়েছে কলোম্বিয়া।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বের সবথেকে বিপজ্জনক দশ দেশের তালিকা (ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম কমপিটিটিভনেস)- 


১০. ইউক্রেন 
৯. হন্ডুরাস
৮. কেনিয়া 
৭. ইজিপ্ট
৬. ভেনেজুয়েলা 
৫. নাইজিরিয়া
৪. পাকিস্তান 
৩. এল সালভাদর 
২. ইয়েমেন
১. কলোম্বিয়া