Heat Wave: দেড়শো বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা! তাপপ্রবাহে নাজেহাল জাপান
পূর্ব জাপানে প্রায় দেড়শো বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। টোকিয়োর আশপাশের অঞ্চলে এক সপ্তাহ ধরে টানা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাপানে ভয়াবহ দাবদাহে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার পূর্ব জাপানে প্রায় দেড়শো বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। টোকিয়োর আশপাশের অঞ্চলে এক সপ্তাহ ধরে টানা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জাপানের পশ্চিমাঞ্চল নাগয়াতে একদিন আগেই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দফতরের মতে, আগামি কয়েক দিনের মধ্যেই বৃষ্টি হতে পারে, তখন তাপমাত্রা খানিকটা কমতে পারে বলে অনুমান।
প্রায় ৪ কোটি মানুষের আবাসস্থল টোকিয়োতে পাওয়ার গ্রিড ব্যবহার বিপজ্জনক মাত্রায় পৌঁছে যাওয়ায় বিদ্যুৎ-বিভ্রাটের আশঙ্কা তৈরি হয়েছিল জাপানে। এদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এরই মধ্যে ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর বন্ধ থাকা পারমাণবিক চুল্লি পুনরায় চালু করার চিন্তা করছে জাপান। জাপান সরকার অবশ্য এর আগে সতর্ক করেছিল, তাপমাত্রা বৃদ্ধির বিপজ্জনক এই পরিস্থিতি বজায় থাকবে।
সাম্প্রতিক বছরগুলিতে জাপানে গ্রীষ্মের সময় তীব্র দাবদাহ অনুভূত হয়েছে। গত বছর অতিরিক্ত গরমের জন্য টোকিয়ো অলিম্পিকের বেশ কিছু অনুষ্ঠান নির্ধারিত সময়ে হয়নি। প্রচণ্ড গরমের কারণে সরকার ঘরের বাইরে মাস্ক ব্যবহার শিথিল করার কথা বলেছে। বলা হয়েছে, গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে, তাই অনুগ্রহ করে বাইরে গেলে মাস্ক খুলে ফেলুন, অবশ্য যদি সংক্রমণ সংক্রান্ত ঝুঁকি না থাকে।
আরও পড়ুন: Baby Mammoth: মিলল ৩০ হাজার বছরের পুরনো ম্যামথ! কোথায় কীভাবে জানেন?