জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে (Yemen) ত্রাণবিলি অনুষ্ঠানে ঘটল ভয়ানক বিপর্যয়। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হল কমপক্ষে ৮৫ জন স্থানীয় মানুষের। আহত হলেন কয়েকশো। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, রমজান মাস শেষে ইদ-উল-ফিতরের আগে সাধারণ মানুষের মধ্যে মধ্যে টাকা বিলি করা হচ্ছিল। তা সংগ্রহ করতে গিয়েই এই হুড়োহুড়ি এবং ধাক্কাধাক্কি। গত কয়েক দশকের মধ্যে এটিই সব থেকে ভয়ংকর পদপিষ্ট হওয়ার ঘটনা। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Solar Storm: বিপর্যয়! বৃহস্পতিবার বিশ্ব জুড়ে বিচ্ছিন্ন হতে চলেছে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগ?


ইয়েমেন বিশ্বের অন্য়তম গরিব দেশ। ইয়েমেনের বাব আল-ইয়েমেন জেলার সানা শহরে ব্যবসায়ীরা গরিব মানুষদের জন্য ইদ উপলক্ষে অর্থ বিলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই কয়েকশো মানুষ জমায়েত হয়েছিলেন। অনুষ্ঠান শুরু হতেই জমায়েতে ধাক্কাধাক্কি শুরু হয়। মাটিতে পড়ে যান অনেকে। কিন্তু ভিড়ের চাপে উঠে দাঁড়াতে পারেন না। ফলত, পদপিষ্ট হন। যাঁরা আহত হয়েছেন, তাদের আর্ত চিৎকার শোনা গিয়েছিল। সেনাবাহিনী এবং ত্রাণবিলি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকরাই ভিড়ের মধ্যে থেকে সাধারণ মানুষদের উদ্ধার করেন।


আরও পড়ুন: World's Richest City: বিশ্বের ধনীতম শহর কোনটি? জেনে নিন ভারতের কোন শহর এই তালিকায় আছে...


এই ঘটনায় কমপক্ষে ৮৫ জনের মৃত্য়ু হয়েছে। ৩২২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে বহু মহিলা ও শিশুও রয়েছে। ইয়েমেনে পদপিষ্ট হওয়ার ঘটনার বিভিন্ন ভিডিয়ো ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। সেখানে দেখা গিয়েছে, মৃতদেহের স্তূপ। ভয়াবহ ভাবে একটি দেহের উপর আরেকটি দেহ পড়ে!


আহত ও নিহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেসব ব্যবসায়ীরা টাকা বিলি অনুষ্ঠানের আয়োজনে যুক্ত ছিলেন, তাঁদের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)