নিজস্ব প্রতিবেদন: এত দিন ধরে কোকা কোলার সঙ্গে বেকিং সোডা আর মেন্টোস মিশিয়ে ছোটখাটো বিস্ফোরণের ভিডিয়ো আপলোড হতো ইউটিউবে। সেই ভিডিয়োয় হাজার হাজার লাইক শেয়ারও পড়ত। কিন্তু এবার ইউটিউব কেঁপে উঠল রাশিয়ান ইউটিউবারের বড় বিস্ফোরণে। ২ কিংবা ৫ নয় একেবারে ১০ হাজার লিটার কোকাকোলা সহযোগে রীতিমতো কোকাকোলার আগ্নেয়গিরি তৈরি করলেন ওই রাশিয়ান ইউটিউবার।
আর সেই ভিডিয়ো সঙ্গে সঙ্গে ভাইরাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মেমিক্স নামে খ্যাত মোনাখোভ ও তাঁর দল এই ভিডিয়োর জন্য খরচ করেছেন প্রায় ৭ লক্ষ টাকা। ২০ মিনিটের ওই ভিডিয়োয় ১০ হাজার লিটার কোকাকোলা দিয়ে রীতিমতো দৈত্যাকার বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি। ভিডিয়োটিতে ইতিমধ্যেই ৭০ লক্ষ বার দেখেছেন নেটিজেনরা। ইতিমধ্যেই ১ লক্ষ ২০ হাজার কমেন্ট এসেছে। অর্থাৎ ইউটিউব যে রীতিমতো কেঁপে উঠেছে তা বললে ভুল বলা হয় না।


প্রস্তুতি থেকে বিস্ফোরণের শেষ পর্যন্ত নিখুঁত ভাবে সম্পূর্ণ অংশ ফুটিয়ে তুলেছেন সেই ইউটিউবার। যা দেখে আপ্লুত নেট দুনিয়া। আর শেষে সফল হওয়ার পর ইউটিবারের দলের হাসি বিস্ফোরণের পর যুদ্ধ জয়ের ঝলকানিও বলা যায়।


আরও পড়ুন: নীলম-ঝিলমে বাঁধ নয়, বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ