ওয়েব ডেস্ক: শুরু হল তেরো তম ডুয়ার্স  উত্‍সব। উত্‍সবের সূচনা করলেন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। পর্যটকদের কাছে ডুয়ার্সের আকর্ষণ বাড়াতে দশ দিনের উত্‍সবে তুলে ধরা হবে স্থানীয় জনজাতিদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডুয়ার্স। সেই দুর্গাপুজোর সময় থেকেই বাঙালি পর্যটকের কাছে উত্‍সবের আরেক নাম ডুয়ার্স ভ্রমণ। ডুয়ার্সকে প্রকৃতি যেন উজার করে সাজিয়েছে। পাথুরে নদীর পার ঘেসে চোখ ভোলানো সবুজ। আর সেই সবুজে লুকিয়ে থাকা বন্য জীবন। এক অনন্য স্বাদ।


আরও পড়ুন- নিউ ইয়ার ইভে বেঙ্গালুরুতে প্রকাশ্য রাস্তায় তরুণীদের শ্লীলতাহানি


শুধু তাই নয় আছে আরও অনেক কিছু। গোটাটাকে একটা মোড়কে পুর পর্যটকদের কাছে টানতে শুরু হয়েছে ডুয়ার্স উত্‍সব। দশদিন চলবে এই উত্‍সব। মেলা প্রাঙ্গণে রয়েছে সরকারি বেসরকারি পাঁচশটি স্টল। প্রতিদিনই বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।


আরও পড়ুন- তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল দক্ষিণ চব্বিশ পরগনার ধ্রুবচাঁদ হালদার কলেজ