ওয়েব ডেস্ক: তুমি আপনি জাগাও মোরে তব সুধাপরশে। আশ্রমিকদের কণ্ঠে এই গানের মাধ্যমেই সূচনা হল শান্তিনিকেতনের পৌষ উৎসবের। ১৭২ বছরের প্রথা মেনে আরও এক ৭ই পৌষের সকালে প্রার্থনা, উপাসনার সুরে মুখরিত হল শান্তিনিকেতন। শুরু হল ১৭৩ তম পৌষ উৎসব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


১২৫০ বঙ্গাব্দের ৭ই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ তাঁর ২০জন অনুগামীকে নিয়ে ব্রাহ্ম ধর্মে দিক্ষিত হন।  সেই দিনটিকে কেন্দ্র করে উত্সব ও মেলার ভাবনা ছিল দেবেন্দ্রনাথের। বাবার সেই ইচ্ছা পূরণে ১৩০২ বঙ্গাব্দ, অর্থাত্‍ ১৮৯৫ সালে পৌষ উত্সবের সূচনা করেন রবীন্দ্রনাথ। প্রথম দিকে ব্রাহ্মমন্দির বা কাচমন্দিরের উত্তর দিকের মাঠে মেলার আয়োজন হতো। পরে মেলার আয়তন বাড়লে পূর্বপল্লির মাঠে মেলা অনুষ্ঠিত হতে থাকে। এ মেলা ভুবনডাঙার মেলা হিসেবে পরিচিত ছিল। শুধুমাত্র রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত নয়, পৌষ উৎসবে অনুভূত হয় বাঙালির সাংস্কৃতিক জীবনে মেলার গুরুত্বও।