ওয়েব ডেস্ক: দালালচক্রের খপ্পরে পড়ে ছানি অপারেশন করিয়ে দৃষ্টিশক্তি হারালেন ৩ জন। পুরুলিয়ার ঝালদার বেসরকারি নার্সিংহোমে ছানি অপারেশন করেন এই  ৩ জন। অভিযোগ, এরপর থেকেই তাঁরা চোখে দেখতে পাচ্ছেন না। অন্নপূর্ণা নার্সিংহোমের কর্মীরা তাঁদের সেখানে নিয়ে যান বলে দাবি ওই ৩ জনের। এরা সকলেই কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবীমা প্রকল্পের অন্তর্ভুক্ত।


অভিযোগ, গ্রামে গ্রামে গিয়ে এই প্রকল্পে অন্তর্ভুক্তদের নিয়ে আসা হয়। অনিচ্ছুকদের স্বাস্থ্যবীমা কার্ড, এমনকি ভোটার আইডি কার্ড কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন নার্সিংহোম মালিক। অভিযোগ জানানো হয়েছে জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। (আরও পড়ুন- আজ, কাল কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানুন)