ওয়েব ডেস্ক: সেই আশির দশকের সময় থেকে আন্দোলন শুরু। আশ্বাস মিলেছিল বহুবার। কিন্তু ফল মেলেনি। সবাই ধরেই নিয়েছিল, এ হবার নয়। অবশেষে হচ্ছে। নতুন জেলা হচ্ছে আসানসোল। আদতে বর্ধমানের গোটা শিল্পাঞ্চলটা নিয়ে হচ্ছে নতুন জেলা আসানসোল অর্থাত্‍ বর্ধমান শিল্পাঞ্চল। বাকি বর্ধমান কৃষি অঞ্চল, অন্য জেলা। দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কুলটি, জামুরিয়া , রাণীগঞ্জ, পাণ্ডবেশ্বর, কাঁকাসর একাংশ নিয়ে নতুন জেলা। এলাকার বাসিন্দার বলছে নতুন জেলা হওয়া অনেক সমস্যা মিটবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- যে জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে
পয়লা বৈশাখ থেকে রাজ্যে নতুন তিনটি জেলা। আসানসোল, ঝাড়গ্রাম, কালিম্পং। ঝাড়গ্রাম, কালিম্পং-এর ক্ষেত্রে অতটা না হলেও আসানসোলকে জেলা করার দাবি বহুদিনের। এতদিনে সেই দাবি পূরণ হচ্ছে। নতুন জেলার দিন ঘোষণায় উচ্ছসিত স্থানীয় বাসিন্দারা।



নতুন জেলা হচ্ছে ঝাড়গ্রামও। তবে ঝাড়গ্রাম আগে থেকেই পুলিস জেলা হিসাবে চিহ্নিত। আদতে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল অধ্যুষিত এলাকা নিয়ে তৈরি হচ্ছে নতুন জেলা।


নতুন জেলা হচ্ছে কালিম্পংও। আগামী পয়লা বৈশাখেই এই তিনটে জেলা সরকারি ভাবে স্বীকৃত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।