ওয়েব ডেস্ক: রায়গঞ্জ পুরসভার এগজিকিউটিভ অফিসার তপন কুমার বর্মন। WBCS এই অফিসারের বিরুদ্ধে পুরসভার প্রভিডেন্ট ফান্ডের ৮৮ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ। তপন কুমার বর্মনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিস। জেলা পুলিস সুপার জানিয়েছেন, তপন কুমার বর্মনকে খুঁজছেন তাঁরা।



কিন্তু কী আশ্চর্য, পুলিসের চোখে না পড়লেও, ২৪ ঘণ্টার ক্যামেরায় ধরা দিলেন অভিযুক্ত অফিসার। পাহাড় প্রমাণ তছরুপের অভিযোগ। তা সত্ত্বেও রায়গঞ্জ পুরসভায় ফার্স্ট হাফে ডিউটি করতে দেখা গিয়েছে তপন কুমার বর্মনকে। সেকেন্ড হাফে পুরসভার গাড়ি নিয়ে বিভিন্ন প্রাথমিক স্কুল পরিদর্শনে যান তপন কুমার বর্মন। পুলিসকে তাহলে খুঁজতে হচ্ছে কেন? (আরও পড়ুন- তেহট্ট মহকুমা আদালতে আজব চার্জশিট সিআইডির)