ওয়েব ডেস্ক: ফের অ্যাসিড হামলা রাজ্যে। এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। হামলার শিকার দ্বাদশ শ্রেণির ২ ছাত্রী। গতকাল সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফিরছিল ওই দুই ছাত্রী। অভিযোগ, সে সময় কালীপদ নামে এক যুবক তাঁদের লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে। দুই ছাত্রীই হাসপাতালে চিকিৎসাধীন। এক ছাত্রীর চোখ নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।  আরও পড়ুন- ত্রিপুরা বিধানসভায় স্পিকারের ন্যায়দণ্ড কেড়ে নিয়ে দৌড় দিলেন সুদীপ রায় বর্মন



কেন কালীপদ নামের ওই যুবক এমন নারকীয় ঘটনা ঘটালেন, তা জানতে তৎপর প্রশাসন। খোঁজ চলছে অভিযুক্তের। আরও পড়ুন- গুগলের আমেরিকার অফিসের কর্মীর বাবার এ কী অবস্থা!