ওয়েব ডেস্ক: ছাত্রীদের মেসে অ্যাসিড হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় সোনারপুরের বিবেকানন্দ পল্লিতে। খবর পেয়ে রাতেই সেখানে যান স্থানীয় কাউন্সিলর অনিমা মণ্ডল। আতঙ্কিত ছাত্রীদের সঙ্গে কথা বলে, দোষীদের ধরার ব্যাপারে আশ্বাস দেন। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন মুখার্জির পাশে, একটি মেস বাড়িতে থাকেন ১১জন ছাত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আরও পড়ুন- পর্ন দেখা বন্ধ করতে যা করছে রেল


 


অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় কেউ বা কারা তাঁদের ঘরের জানালা দিয়ে অ্যাসিড ছোঁড়ে। পর্দা থাকায় সেই অ্যাসিড সরাসরি কোনও ছাত্রীর গায়ে না লাগলেও, গৃহকর্তা বিশ্বনাথ কয়ালও এ ঘটনায় যথেষ্ট আতঙ্কিত। অ্যাসিড হামলার খবরে রাতেই  মেসে চলে আসেন ছাত্রীদের আত্মীয় পরিজনেরা। এ ঘটনার পর অনেক ছাত্রীই মেস ছেড়ে চলে যান।