ওয়েব ডেস্ক: ফের রাজ্য কেঁপে উঠল। আজ সন্ধ্যায় শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা ও মালদা-মুর্শিদাবাদে অনুভূত হল কম্পন। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১। ভূমিকম্পের উত্‍সস্থল নেপাল- পশ্চিমবঙ্গ সীমান্ত। এরকম আফটার শক চলবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে কম্পন অনুভূত হয়।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে, হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হল জলপাইগুড়ির ওদলাবাড়িতে। ভূমিকম্পের জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। তাদের দাবি, রবিবার দুপুরে ভূমিকম্পের সময়ই অসুস্থ হয়ে পড়েছিলেন সত্তর বছরের রাম রায়। চিকিত্‍সার পর তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়।


রাতে ফের ভূমিকম্পের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।