ওয়েব ডেস্ক: চিকিত্‍সকের গাফিলতিতে প্রসূতি ও সদ্যোজাতর মৃত্যু। অভিযোগে ধনেখালিতে  নার্সিংহোমে ভাঙচুর চালাল মৃতের পরিবার। নার্সিংহোম ছেড়ে পালান চিকিত্‍সক ও অন্যান্য কর্মীরা। নার্সিংহোমের অন্যান্য রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নার্সিংহোমে তালা ঝুলিয়েছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শিশুপাচারে সরাসরি যুক্ত বিজেপি নেত্রী জুহি চৌধুরী, দাবি সিআইডির


বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের পঠনপাঠন করতে হলে উপাচার্যকে স্বাধীনতা দিতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে বললেন UGC চেয়ারম্যান বেদপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ে বাইরের নিয়ন্ত্রণ থাকা উচিত নয়। মন্তব্য UGC চেয়ারম্যানের।


শিক্ষামন্ত্রীর নির্দেশ অমান্য করার অভিযোগ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের দাবি মেনে রেজাল্টের পুনর্মূল্যায়ন। তবে গড়ে পনেরো নম্বর বাড়ানোর দাবি মানা হয়নি। পুনর্মূল্যায়নে কারও বেড়েছে বাইশ, কারও বেড়েছে আট।


ফের অ্যাসিড হামলার শিকার কিশোরী। প্রেমে প্রত্যখ্যাত হওয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীকে অ্যাসিড ছুড়ে মারল এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কিশোরী। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুরের সবং থানার পুলিস।


আরও পড়ুন  জলপাইগুড়ির শিশু পাচারে দিল্লি কানেকশন, প্রায়ই দিল্লিতে দরবার করতেন বিজেপি নেত্রী