ওয়েব ডেস্ক: ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল আসানসোলে। পরিবহণ শ্রমিকদের সমস্যা নিয়ে আসানসোলের মেয়রের কাছে দরবার করতে গিয়ে পাল্টা বিক্ষোভের মুখে পড়লেন টিএমসির শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান টিএমসির আরেক গোষ্ঠীর নেতা অভিজিত ঘটকের অনুগামীরা। অভিজিত ঘটক মন্ত্রী  মলয় ঘটকের ভাই।


আরও পড়ুন-  কন্যাশ্রীর টাকা চাইতেই ফিরিয়ে দিল মুখ্যমন্ত্রীর দফতর!


দিন কয়েক আগেই অভিজিত ঘটকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন রাজু আলুওয়ালিয়া। এনিয়ে রীতিমতো কোণঠাসা অবস্থার মধ্যে পড়তে হয় অভিজিত ঘটককে। এদিন শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। হস্তক্ষেপ করতে হয় পুলিসকেও। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের নেতা ও কর্মীদের বার্তা দিচ্ছেন দলের 'ইমেজ' সম্পর্কে। কিন্তু তারপরেও এধরনের ঘটনা বারবার তৃণমবলকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলছে যা নিয়ে যথেষ্টই বিরূপ দলনেত্রী।


আরও পড়ুন- অধীর গড়ে এবার তৃণমূলের পাখীর চোখ মুর্শিদাবাদ জেলা পরিষদ