অধীর গড়ে এবার তৃণমূলের পাখীর চোখ মুর্শিদাবাদ জেলা পরিষদ

নতুন করে বিপাকে অধীর গড়। ফের মুর্শিদাবাদে জোটশিবিরে ভাঙনের সম্ভাবনা। সূত্রের খবর, জেলা পরিষদের ১৪ সদস্য তৃণমূলে যোগ দিতে পারেন। এই ১৪ জনের মধ্যে রয়েছেন ২ কর্মাধ্যক্ষও। বিরোধী শিবিরের ১৯ জন আগেই তৃণমূলে যোগ দেন। ৭০ আসনের জেলা পরিষদে ম্যাজিক ফিগার ৩৬।  এখন জেলা পরিষদে তৃণমূলের সদস্য সংখ্যা  ১৯। ১৪ জন যোগ দিলে সংখ্যাটা পৌছে যাবে ৩৩-এ।

Updated By: Aug 12, 2016, 01:52 PM IST
অধীর গড়ে এবার তৃণমূলের পাখীর চোখ মুর্শিদাবাদ জেলা পরিষদ

ওয়েব ডেস্ক : নতুন করে বিপাকে অধীর গড়। ফের মুর্শিদাবাদে জোটশিবিরে ভাঙনের সম্ভাবনা। সূত্রের খবর, জেলা পরিষদের ১৪ সদস্য তৃণমূলে যোগ দিতে পারেন। এই ১৪ জনের মধ্যে রয়েছেন ২ কর্মাধ্যক্ষও। বিরোধী শিবিরের ১৯ জন আগেই তৃণমূলে যোগ দেন। ৭০ আসনের জেলা পরিষদে ম্যাজিক ফিগার ৩৬।  এখন জেলা পরিষদে তৃণমূলের সদস্য সংখ্যা  ১৯। ১৪ জন যোগ দিলে সংখ্যাটা পৌছে যাবে ৩৩-এ।

আরও পড়ুন- অধীর গড়ে ফের ভাঙন, হাতছাড়া বেলডাঙা পুরসভা

তাই বর্তমানে জেলা পরিষদ দখলে মরিয়া তৃণমূল কংগ্রেস। নির্বাচনের পর থেকে একের পর এক পুরসভায় ভাঙন দেখা দিয়েছে মুর্শিদাবাদে। কংগ্রেস ও বামেদের হাত থেকে সেখানকার দায়িত্ব চলে গেছে তৃণমূল কংগ্রেসের হাতে। এবার সেখানে আরও বড় ধাক্কা খাওয়ার সম্ভবনা।

.