ওয়েব ডেস্ক : এ যেন উলটপুরাণ! নিজের তল্লাটে বিরোধী এজেন্টদের ম্যাজিক করে ভ্যানিশ করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূমের পাপুড়িতে ধরা পড়ল ঠিক এর উল্টো ছবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নানুরের পাপুড়ি। এখানে কোনও বুথেই এজেন্ট দিতে পারল না তৃণমূল কংগ্রেস। কিন্তু, বিজেপি ও সিপিএমের এজেন্টরা রয়েছেন। এই ঘটনার পিছনে তৃণমূল নেতা কাজল শেখের হাত রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাপুড়ি অনুব্রত বিরোধী গোষ্ঠীর কাজল শেখের খাসতালুক।


তবে পাড়ুইয়ের আলবান্দা গ্রামে আবার ‘ম্যাজিক ভ্যানিশ’-এর আতঙ্ক! পাশাপাশি দুটি বুথ। কোনও বুথে নেই বিরোধীদের কোনও এজেন্ট। সিপিএম সমর্থকদের দাবি, তাঁদের বুথে এজেন্ট না হওয়ার জন্য ‘অনুরোধ’ করা হয়েছে তৃণমূলের তরফে। যদিও তৃণমূল বলছে, কোনওরকম অনুরোধ তারা করেনি বা হুমকিও দেয়নি।