ওয়েব ডেস্ক: তৃণমূলের গোষ্ঠী কোন্দলে রক্তাক্ত হল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কলেজ ক্যাম্পাস। ক্যাম্পাসের দখলদারি নিয়ে তৃণমূল সমর্থক ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে আজ ধুন্ধুমার বেধে যায়। বাঁশ, লাঠি দিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে দুপক্ষ। সংঘর্ষে আহত হয় বেশ কজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোন গোষ্ঠীর দখল কায়েম থাকবে, এই নিয়ে সংঘাতের জেরে  রক্তাক্ত হল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কলেজ। গুরুতর আহত হয়েছেন তিন জন ছাত্র। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। আশিস চালক নামে ওই  ছাত্রকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গড়বেতা কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে। এদিন ছাত্র ভর্তি এবং ক্যাম্পাসের দখলদারি নিয়ে তৃণমূল সমর্থক ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার বেধে যায়। বাঁশ, লাঠি দিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে দুপক্ষ। সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করতে হয়। অভিযোগ, কলেজের তৃণমূল ছাত্র নেতা তথা জিএস দেবরাজ রায়ের গোষ্ঠীর সঙ্গে তৃণমূলের আরেক ছাত্র নেতা সুশোভন সামুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। তবে কলেজ কর্তৃপক্ষ বিষয়টিকে ছোট ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন।


ঘটনার পরপরই, টিএমসিপির সভানেত্রী জয়া দত্ত জানান, তৃণমূল ছাত্র পরিষদে কোনও রকম গোষ্ঠী দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না।