নৈহাটির ব্যানার্জিপাড়ায় কিশোরকে ছাদ থেকে ধাক্কা মারার অভিযোগ
খেলতে গিয়ে বল চলে গিয়েছিল প্রতিবেশীর বাড়ির ছাদে। কার্নিশে চড়ে তা আনতে গিয়েছিল এক কিশোর। সেই অপরাধে তাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিল বাড়ির মালিক। গুরুতর অভিযোগ নৈহাটির ব্যানার্জিপাড়ায়। সারা শরীরে গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি কিশোর। থানায় অভিযোগ দায়েরের পরেও অধরা অভিযুক্ত।
ওয়েব ডেস্ক: খেলতে গিয়ে বল চলে গিয়েছিল প্রতিবেশীর বাড়ির ছাদে। কার্নিশে চড়ে তা আনতে গিয়েছিল এক কিশোর। সেই অপরাধে তাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিল বাড়ির মালিক। গুরুতর অভিযোগ নৈহাটির ব্যানার্জিপাড়ায়। সারা শরীরে গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি কিশোর। থানায় অভিযোগ দায়েরের পরেও অধরা অভিযুক্ত।
নৈহাটির ব্যানার্জি পাড়ার প্রীতম রায় চৌধুরী। ফার্স্ট ডিভিশন খেলা ছেলে। নিমতা স্পোর্টিং ক্লাব আর কলকাতা সাব আর্বান ক্লাবে নিয়মিত খেলে। ১৮ বছরের প্রীতম রবিবার বিকেলে খেলছিল পাড়ার বন্ধুদের সঙ্গে।
খেলতে গিয়ে বল চলে যায় প্রতিবেশী অরুণ পালের বাড়িতে। বল আনতে কার্নিশ বেয়ে দেড়তলার ছাদে ওঠে প্রীতম। অভিযোগ, বাড়ির মালিক অরুণ পাল তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে যায় প্রীতম। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
এমন চোট পাড়ার ছেলেটার খেলার কেরিয়ার শেষ করে দেবে নাতো? আশঙ্কায় পরিবার ও প্রতিবেশীরা। মঙ্গলবার প্রীতমের হাতে অস্ত্রোপচার হবে। রবিবারই অরুণ পালের বিরুদ্ধে প্রীতমের পরিবার নৈহাটি থানায় অভিযোগ দায়ের করে। খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিস। কিন্তু তারপরেও অধরা অরুণ পাল। পুরো ঘটনায় অরুণ পালের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রীতমের সঙ্গে যা হয়েছে, তা যাতে আর কারও সঙ্গে না হয়, তার জন্য অরুণ পালের শাস্তি দাবি করছেন প্রতিবেশীরা। (আরও পড়ুন- পণের জন্য মহিলাকে পিটিয়ে ও পুড়িয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে)