ওয়েব ডেস্ক: ডেঙ্গির দাপটে বাড়ছে দুশ্চিন্তা। ঘরে ঘরে জ্বর। ছড়াচ্ছে আতঙ্ক। এই পরিস্থিতিতে চিকিত্‍সা নিয়েও উঠছে বিস্তর অভিযোগ। নোডাল অফিস বেলেঘাটা আইডি হাসপাতালেই চরম অব্যবস্থার ছবি উঠে আসছে। অভিযোগ, পর্যাপ্ত চিকিত্‍সকই নেই হাসপাতালে। সঠিক পরিকাঠামোর অভাব নিয়েও প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয়রা। ভুগতে হচ্ছে রোগীদের।


আরও পড়ুন- ডেঙ্গি মোকাবিলায় বেসরকারি হাসপাতালে অভিযান পুরসভার স্বাস্থ্য দফতরের


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধু বেলেঘাটা আইডি হাসপাতালেই এমুহুর্তে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ষাট জন।  বেলেঘাটা আইডি হাসপাতালের প্রিন্সিপালের দাবি, তাঁদের কাছে IGM টেস্টের কিট রয়েছে। প্রিন্সিপাল উচ্ছ্বল কুমার ভদ্র দাবি করেছেন তাঁদের কাছে কিটের কোনও অভাব নেই।


আরও পড়ুন- শহরে ডেঙ্গুতে মৃত্যু আরও একজনের


রাজ্যে ডেঙ্গি ও অজানা জ্বর মোকাবিলায়, রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুললেন অধীর চৌধুরী। আজ লোকসভায় বিষয়টি তোলেন তিনি। এনিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হস্তক্ষেপের আর্জি জানান অধীর চৌধুরী।