ওয়েব ডেস্ক: বর্ধমানের মেমারিতে আশাকর্মীর বিরুদ্ধে শিশু চুরির অভিযোগ উঠল। অভিযোগ, মেমারির গেঁড়াঘাটরা বাসিন্দা পার্বতী কর্মকারে দেড় বছরের মেয়েকে নিয়ে গিয়ে বিক্রি করার চেষ্টা করছিলেন আশাকর্মী শান্তনা মণ্ডল।


পার্বতী কর্মকারের চারটি কন্যা সন্তান। সোমবার তিনি একটি পুত্র সন্তানে জন্ম দেন। অভিযোগ, পার্বতীর সঙ্গে শান্তনার আগে থেকেই ছিল চুক্তি ছিল, পঞ্চম সন্তান যদি কন্যা হয়, তাহলে আশাকর্মী শান্তনা মণ্ডল কন্যাসন্তানটিকে অন্য কোথাও বিক্রি করে দেবে। কিন্তু পুত্রসন্তান হওয়ায় মত পাল্টায় পার্বতী। সিদ্ধান্ত হয় পার্বতীর দেড় বছরের চতুর্থ কন্যা সন্তানকে বিক্রি করে দেবে শান্তনা। আর তা করতে গিয়েই জানাজানি হয়ে যায়। ঘটনার পর থেকেই পলাতক আশাকর্মী শান্তনা ও তাঁর স্বামী। (আরও পড়ুন- আজ, কাল কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানুন)