ওয়েব ডেস্ক: বাম-কংগ্রেস বোঝাপড়ায় প্রথম ধাক্কা। হরিহরপাড়া, ডোমকলে প্রার্থী দেবে কংগ্রেস। এই দুটি কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। হরিহরপাড়ায় সিপিআইএম প্রার্থী ইনসার আলি বিশ্বাস। ডোমকলে সিপিআইএম প্রার্থী আনিসুর রহমান।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে জটিলতা কাটাতে আজ দফায় দফায় বৈঠকে বসে কংগ্রেস। কংগ্রেসের নির্বাচনী কমিটির জেলা সভাপতিদের সঙ্গেও বারংবার  বৈঠক করছেন অধীর চৌধুরী। কংগ্রেস প্রথম থেকেই ১০০টি আসনের দাবি জানিয়ে আসছিল। পরে আসন সংখ্যা কমিয়ে তাদের দাবি ৯২টি  আসন। আজই কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে । পরে তালিকা অনুমোদনের জন্য পাঠানো হবে এআইসিসির কাছে।



কংগ্রেসের প্রার্থী তালিকায় হেভিওয়েটরা-


ভবানীপুরে প্রার্থী হতে চান ওমকাশ মিশ্র।
বিধাননগরে অরুণাভ ঘোষকে রাজি করানোর চেষ্টা চলছে।
রাণাঘাট(উত্তর-পশ্চিম) থেকে দাঁড়াতে পারেন শঙ্কর সিং।
চৌড়ঙ্গিতে সম্ভাব্য কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক।
বৈষ্ণবনগরে সম্ভাব্য কংগ্রেস প্রার্থী হেভিওয়েট প্রার্থী সোমেন মিত্র।
চাঁপাদানি থেকে ভোটে লড়ার সম্ভাবনা রয়েছে আব্দুল মান্নানের।