ওয়েব ডেস্ক: বিরোধীরা সমানে তাঁর বিরুদ্ধে নালিশ জানাচ্ছিলেন। প্রত্যেক দল আলাদা-আলাদা করে, একসঙ্গে সরব হয়েছেন তাঁর বিরুদ্ধে। কারণ, তিনি মানে অনুব্রত মণ্ডল নাকি ভোটে অনেককিছু ভ্যানিস করে দেবেন! তাঁর ওই গুড়-বাতাসা পদ্ধতিতেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্বাচন কমিশন গতকালই সঙ্কেত দিয়েছিল যে, তাঁরা অনুব্রতর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছেন। যদিও তারপরেই মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে বুঝিয়ে দেন যে তিনি কতটা পাশে রয়েছেন তাঁর অনুগামী এবং স্নেহধন্য অনুব্রত মণ্ডলের সঙ্গে। যদিও তাতে পিছু হঠল না নির্বাচন কমিশন। কারণ, নির্বাচন কমিশনের নির্দেশে আজ থেকে নজরবন্দি থাকবেন বীরভূমের তৃণমূলের জেলাসভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে সর্বক্ষণ থাকবেন একজন ম্যাজিস্ট্রেট। তাঁর সমস্ত গতিবিধি ভিডিও রেকর্ডিং করে রাখা হবে!