ওয়েব ডেস্ক: অবশেষে বনদফতরের পাতা ফাঁদে ধরা পড়ল বাঘ। কুলতলির কিশোরীমোহনপুর গ্রামের ঘটনা। বোটে করে বাঘটিকে নিয়ে যাওয়া হয় ঝড়খালিতে। সেখানে পর্যবেক্ষণ কেন্দ্রে বাঘের শারীরিক পরীক্ষা হবে। তারপরই বাঘটিকে জঙ্গলে ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেবে বনদফতর। আজমলমারির জঙ্গল থেকে বাঘটি লোকালয়ে ঢুকে পড়ে।  বাঘ যাতে ঘন জনবসতিপূর্ণ এলাকায় না যেতে পারে তাই গ্রামের তিনদিক জাল দিয়ে ঘিরে রাখেন বনকর্মীরা। ফাঁকা রাখা হয় ঠাকুরাণ নদীর দিকটি। যাতে বাঘ ফের বনে ফিরে যেতে পারে। এছাড়াও গ্রামের মধ্যে দুটি লোহার খাঁচা পাতে বনদফতর। খাঁচায় টোপ দেওয়া হয় দুটি ছাগল। শেষ পর্যন্ত বনদফতরের পাতা ফাঁদে ধরা পড়ল বাঘ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে জখম একই পরিবারের ৩ জন


আরও পড়ুন এবার ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারে সাবধান