ওয়েব ডেস্ক: দিলীপ ঘোষের পথসভায় হামলার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে খড়্গপুর থানায় ঢুকে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার সামনে অবস্থান-বিক্ষোভ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।


গতকাল সন্ধেয় খড়্গপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে দিলীপ ঘোষের সমর্থনে পথসভা করছিল বিজেপি। তৃণমূল কয়েকজন মহিলা কর্মী মাইক্রোফোনের তার ছিঁড়ে দেন বলে অভিযোগ। তৃণমূলের কর্মী-সমর্থকরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের হুমকি দেন বলে অভিযোগ। অভিযোগ ওঠে আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এ পূজা এবং তাঁর স্বামী শ্রীনু নাইডুর বিরুদ্ধে। খড়্গপুর থানায় শ্রীনুর বিরুদ্ধে অভিযোগ জানান দিলীপ ঘোষ। তাঁর গ্রেফতারির দাবিতে থানায় ঢুকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা। থানার সামনে অবস্থান-বিক্ষোভে বসেন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অভিযোগ অস্বীকার করেছেন শ্রীনু নাইডু। বিজেপি তাঁর সমর্থন না পেয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে বলে দাবি শ্রীনুর।