ওয়েব ডেস্ক: আসানসোলের সাংসদ তিনি। ফের সেখানেই বাধা বাবুল সুপ্রিয়কে। খুনের ঘটনা ঘিরে উত্তপ্ত জামুরিয়ার একটি গ্রামে ঢুকতে যান বাবুল। কিন্তু বাধা দেয় পুলিস। প্রশাসনের দাবি, এলাকায় ১৪৪ ধারা জারি ছিল বলেই আটকানো হয় মন্ত্রীকে। যদিও বাবুলের অভিযোগ, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের নির্বাচনী কেন্দ্রেই, পুলিসের সঙ্গে ধাক্কাধাক্কি। বাধা বাবুল সুপ্রিয়কে। জামুরিয়ায় মঙ্গলবার এক কিশোরীর খুনের ঘটনা ঘিরে ঝামেলার সূত্রপাত। এলাকায় দফায় দফায় সংঘর্ষ । এদিন সাংসদ বাবুল সুপ্রিয় ঢুকতে গেলে, পথ আটকায় পুলিস। যদিও সেই বাধা উপেক্ষা করেই পরে গ্রামে ঢোকেন কেন্দ্রীয় মন্ত্রী। জেলায় একদিকে যখন এই ঘটনা ঘটছে, তখন বর্ধমানেই হাজির আরেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। এই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেন তিনিও।


শুধু পথ আটকানোই নয়, এদিন কালো পতাকাও দেখানো হয় কেন্দ্রীয় মন্ত্রীকে।