ওয়েব ডেস্ক: চড়া গরমে রক্তের আকাল। তারসঙ্গে জুড়েছে ভোট। বন্ধ পাড়ায় পাড়ায় রক্তদান শিবির। জীবনদায়ী রক্তের অভাবে ধুঁকছে হাসপাতাল। সঙ্কট মেটাতে এগিয়ে এলেন বালুরঘাট জেলা হাসপাতালের ডাক্তার,নার্স,স্বাস্থ্য কর্মী সবাই।  


জীবন জীবনের জন্য। সেখানে কোনও উঁচু,নীচু নেই, ধনী,গরিব ভেদ নেই।  মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আদর্শই সব থেকে বড় আদর্শ। অস্থির এই সময়ে তাই প্রমাণ করলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের স্বাস্থ্য কর্মীরা। ভোটের জন্য মাস খানেক ধরেই চরম রক্তসংকটে ভুগছে জেলার বিভিন্ন হাসপাতাল। ভোটের কাজে রাজনৈতিক দলের কর্মীরা ব্যস্ত হয়ে পড়ায় বন্ধ রক্তদান শিবির।  স্বাভাবিক ভাবেই খটখটে ব্লাড ব্যাঙ্ক। বালুরঘাট জেলা হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে  হাসপাতাল সুপারের নেতৃত্বে এগিয়ে এসেছেন স্বাস্থ্য কর্মীরাই। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক ও স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তারা। স্বাস্থ্য কর্মীদের উদ্যোগে  সকলের মুখেই বাহবা। স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন এখানেই শেষ নয়। এখান থেকে শুরু হল নতুন পথ চলা।