ওয়েব ডেস্ক:  চিকিত্‍সক নিয়ে ভ্রান্তিবিলাস। খারিজ হয়ে গেল সম্মিলনি মেডিক্যাল কলেজে স্নাতকোত্তর কোর্সের অনুমোদন। মেডিক্যাল কাউন্সিলের যুক্তিতে হতবাক হাসপাতাল কর্তৃপক্ষ।সম্মিলনি মেডিক্যাল কলেজে চর্মরোগ, যৌনরোগ ও কুষ্ঠরোগের ওপর স্নাতকোত্তর কোর্স MD(DVL)। ২ আসনের এই কোর্সকে অনুমোদন দেয়নি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া গত তিরিশে নভেম্বর সম্মিলনি মেডিক্যাল কলেজে পৌছেছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার চিঠি। চিঠিকে বলা হয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন কমিটি সিদ্ধান্ত নিয়েছে তারা বাঁকুড়া সম্মিলনি মেডিক্যাল কলেজে MD(DVL) পাঠ্যক্রমকে স্বীকৃতি দেবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জেলা গ্রন্থাগার নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল


ড. নীলেশ এইচ চৌধুরীকে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর অ্যাসোসিয়েট প্রফেসর পদে উন্নীত করা হয়েছে। তাই তিনি শিক্ষক পদে উপযুক্ত নন। রেসিডেন্ট চিকিত্‍সক হিসেবে  ড. গণেশ এস দেওগাঁওকরের মাত্র ২ বছর ৬ মাসের অভিজ্ঞতা রয়েছে। তাঁকেও শিক্ষক পদে উপযুক্ত হিসেবে গ্রাহ্য করা হচ্ছে না। ড. নীলেশ এইচ চৌধুরী ও ড. গণেশ এস দেওগাঁওকর রাজ্যের কোনও হাসপাতালেই চিকিত্‍সা করেন না। খোঁজ নিয়ে জানা গেছে ওই ২ চিকিত্‍সক দক্ষিণ ভারতের ২টি রাজ্যের ২টি হাসপাতালে প্র্যাকটিস করছেন। স্বাস্থ্যভবনকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। চিঠি দেওয়া হচ্ছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়াকেও।


আরও পড়ুন  ঘুমপাড়ানি গুলিতে মৃত্যু হল দুটি বাইসনের