বারাকপুরের চক কাঠালিয়া এলাকায় কাঠের গুদামে আগুন। গতকাল রাত ১টা নাগাদ কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ওই কাঠের গুদামে আগুন লাগে। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ৪টি ইঞ্জিন । অগ্নিদগ্ধ হয়েছেন গুদামে ঘুমিয়ে থাকা চার কর্মী । তাঁদের বারাকপুরের বিএন বসু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ৩ জন জীবনসঙ্কট থেকে অনেকটা মুক্ত।


পুলিস ও দমকল দেরিতে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। শর্ট সার্কিট থেকেই  আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।