ওয়েব ডেস্ক: ছন্দে ফিরছে ভাঙড়। পুরনো-চেনা-স্বাভাবিক ছন্দ। স্কুল-কলেজ-দোকানবাজার খুলছে। চলছে বাস, অটো। কাটা রাস্তা মেরামতের কাজে সামিল গ্রামবাসীরাই। 
    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অশান্তি আর নয়। সহজ-স্বাভাবিক জীবনে ফেরার পথে এগোচ্ছে ভাঙড়। গত সপ্তাহেও এই পথগুলিই ছিল অবরুদ্ধ। কোথাও গাছের গুঁড়ি ফেলা, কোথাও রাস্তা কাটা। তবে সে সব অতীত। ইতিহাসের পুনরাবৃত্তি চান না খামারআইট, মাছিভাঙা, টোনা সহ আশেপাশের গ্রামের মানুষজন। পুলিস যদি ফের ধরে, এই আশঙ্কা-আতঙ্কে মঙ্গলবার রাতে খামারআইট গ্রামের বেশ কয়েকটি রাস্তা গাছের গুঁড়ি ফেলে অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল। তবে বুধবার নিজেরাই সেসব সরিয়ে দেন গ্রামবাসীরা। একই ঘটনা মাছিভাঙা গ্রামেও। রাস্তা কেটে দেওয়া হয় সেখানে। গ্রাম ছেড়ে যাঁরা, আতঙ্কে বেরিয়ে যান, তাঁরাও এবার একে একে ফিরছেন। সরছে আশঙ্কার মেঘ।



খুলেছে স্কুল-কলেজ। স্বাভাবিক জনজীবন। রাস্তাঘাটও ফের জমজমাট। শান্তির ভবিষ্যত্‍। এই স্বপ্ন চোখে, এবার পালা এগিয়ে যাওয়ার।