পাহাড়ে ক্রমাগত চাপের মুখে মোর্চার নতুন কৌশল। ঘর বাঁচাতে জিটিএর স্বশাসন নিয়ে ফের সরব বিমল গুরুং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দফতর হস্তান্তরের আবেদন জানালেন গুরং। তাঁর অভিযোগ, জিটিএকে ঠুঁটো জগন্নাথ করে পাহাড়ে সমান্তরাল প্রশাসন চালাচ্ছে রাজ্য সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হরকা বাহাদুর ছেত্রীর ধাক্কা সামলাতে কালিম্পংয়ে আগামিকাল জনসভা গুরুংয়ের। মোর্চার কাছে এই জনসভা অ্যাসিড টেস্ট। আজ যুব মোর্চার কয়েকশ কর্মী বাইক ‌র‌্যালি করে কালিম্পংয়ে নিয়ে আসেন মোর্চা সুপ্রিমোকে।


বিধায়ক পদে ইস্তফা দেওয়া নিয়ে বিতর্কের জেরে মোর্চা নেতৃত্বের সঙ্গে ফারাকটা বড় হচ্ছিল। শুক্রবার একেবারে চিড় ধরে গেল তাতে। মোর্চা ছাড়লেন, কিন্তু বিধায়ক পদে থেকে গেলেন হরকা বাহাদুর ছেত্রী।