ওয়েব ডেস্ক: অসময়ে বিশ্বকর্মা। ভাদ্রের পরিবর্তে মাঘে বিশ্বকর্মা পুজো হয় হুগলির বেগমপুরে। জমিয়ে মেলা বসে। বেগমপুরের তাঁতিদের অসময়ের পুজো দেখতে ভিড় জমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অসময়ে দুর্গার আরাধনা করেছিলেন রাম। উপায় ছিল না। অতএব অসময় শরত্‍-এ দুর্গাপুজা। নিজেদের প্রয়োজনে বিশ্বকর্মা পূজোর দিন বদলেছেন হুগলির বেগমপুরের তাঁতিরা। ভাদ্রে নয় মাঘের শুরুতে বিশ্বকর্মা পুজো হয় বেগমপুরে।


দুর্গাপুজোর আগে কাজের প্রচন্ড চাপ। পুজোয় বাজারে শাড়ির চাহিদা তুঙ্গে, দম ফেলার সময় থাকে না তাঁতিদের। তা বলে কি বিশ্বকর্মা পুজো করবেন না? বছর পঞ্চাশেক আগে তাঁতিরা ঠিক করেন দুর্গাপুজো মিটলে বিশ্বকর্মার আরাধনা করবেন। সেই শুরু। এখন বেগমপুরে প্রায় তিরিশটি মণ্ডপে বিশ্বকর্মা পুজো হয়।  পুজো উপলক্ষে মেলাও বসে। ওড়ে রং বেরঙের ঘুড়ি।  মেলা চলে চারদিন। বেগমপুরের নিজস্ব বিশ্বকর্মা।