রণক্ষেত্র শান্তিপুর ঘাট, পুলিস জনতা খণ্ডযুদ্ধ, জখম ASI
কালনায় নৌকাডুবির ঘটনায় রণক্ষেত্র শান্তিপুর। পুলিস-জনতা দফায় দফায় খন্ডযুদ্ধ। পুলিসকে লক্ষ্য করে ইট ক্ষুব্ধ জনতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা রাবার বুলেট, টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিস। সকালেই বাসিন্দাদের ছোড়া ইটে মাথা ফাটে শান্তিপুর থানার ASI মহম্মদ ইলিয়াসের। জখম হয়েছেন এক কনস্টেবল।
ওয়েব ডেস্ক: কালনায় নৌকাডুবির ঘটনায় রণক্ষেত্র শান্তিপুর। পুলিস-জনতা দফায় দফায় খন্ডযুদ্ধ। পুলিসকে লক্ষ্য করে ইট ক্ষুব্ধ জনতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা রাবার বুলেট, টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিস। সকালেই বাসিন্দাদের ছোড়া ইটে মাথা ফাটে শান্তিপুর থানার ASI মহম্মদ ইলিয়াসের। জখম হয়েছেন এক কনস্টেবল।
সকালেই ফেরি সার্ভিসের দফতরে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। শান্তিপুর ঘাটে একটি নৌকা ও ট্রলারে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসিন্দাদের রোষের হাত থেকে রেহাই পাননি এসডিপিও ও অ্যাডিশনাল এসপি। দুজনকে ঘিরেই বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। উদ্ধারকাজে বিলম্ব নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাঁদের দাবি নৌকাডুবিতে এখনও নিখোঁজ প্রায় শতাধিক। সকাল থেকেই কালনা-শান্তিপুর ফেরি চলাচল বন্ধ। এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে ২০জনকে আটক করেছে পুলিস।
কালনা ঘাটের রক্ষণাবেক্ষনের দায়িত্বে কালনা পুরসভা। বাসিন্দাদের অভিযোগ, রক্ষণাবেক্ষন নিয়ে কোনও মাথাব্যথাই নেই পুরসভার। অভিযোগ উড়িয়ে মন্ত্রী স্বপন দেবনাথের পাল্টা অভিযোগ, দুর্ঘটনা নিয়ে রাজনীতি হচ্ছে। চেয়ারম্যান দেবপ্রসাদ বাগের অভিযোগ এসবই নিন্দুকের প্রচার।